২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবেনাঃওসি সাইফুল

রায়হান সিকদার,লোহাগাড়াঃ আগামী ৪অক্টোবর হতে ৮ অক্টোবর পর্যন্ত লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হবে। তারই ধারাবাহিতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপগুলো সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্ততি গ্রহণ করেছে লোহাগাড়া থানা পুলিশ।

প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে পূজা চলাকালীন সময়ে পুলিশ বাহিনীর একটি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।
প্পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যবৃন্দরাও কাজ করবে এবং স্বেচ্ছাসেবকও কাজ করবে ।এছাড়াও প্রত্যেক ইউনিয়নে থানা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক একটি পুলিশি টিম টহলে থাকবে। যে কোনো ধরণের অপরাধ ঠেকাতে কাজ করবে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের সাথে আলাপকালে তিনি উক্ত প্রতিবেদককে বলেছেন, আমাদের থানা প্রশাসন সবসময় লোহাগাড়াবাসীর পাশে রয়েছে। উপজেলার ১০৮টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে পূজা চলাকালীন সময়ে পুলিশ বাহিনীর একটি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।
তিনি আরো বলেন,
উপজেলায় বিভিন্ন এলাকায় দুর্গাপূজায় আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য প্রতিটি মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়। ধর্মীয় রীতি-নীতি মেনে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে।
বিসর্জন এবং পূজা চলাকালীন সময়ে উশৃঙ্খল নৃত্য করা যাবেনা।
যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ আপনাদের তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছে । পূজা মন্ডপে বিশৃঙ্খলা কারীদের কাউকে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এবার ১০৮টি সার্বজনীন পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।