২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২ | ৩০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ডাকাতি প্রস্তুতিকালে শহর পুলিশের অভিযানে দু’জন গ্রেফতার

 

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল বুধবার ভোরে কক্সবাজার শহরের ঈদগাহ ময়দান থেকে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভা ১০নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার জাফর আলমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে জাহেদ ওরফে রাশেদ (২৫), ৯নং ওয়ার্ড আইবিপি রোড, হরিজন ও জলদাশ পাড়া এলাকার মৃত ভুচুং দাশ’র ছেলে সোহেল জলদাশ (৩৩)।
পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বলেন, বুধবার ভোরে ১০/১১ সদস্যের একদল ডাকাত ঈদগাহ ময়দানের মিনারের সামনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় পুলিশের তৎপরতা টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদেন কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদেন এসআই মুহাম্মদ নূরুল আবছার, এটিএসআই দুধবল মহত্ন সঙ্গীয় ফোর্স।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহোযোগিরা পালিয়ে যাওয়ার কথা শিকার করেন। পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্য সদস্যরা হলেন,মিজানুর রহমান, সবুজ খান, ইয়াছিন, নাজিম, জিসান বলে দাবি করেন পুলিশ। ডাকাত সদস্যদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।