১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!

ডাকাতি প্রস্তুতিকালে শহর পুলিশের অভিযানে দু’জন গ্রেফতার

 

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল বুধবার ভোরে কক্সবাজার শহরের ঈদগাহ ময়দান থেকে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভা ১০নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার জাফর আলমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে জাহেদ ওরফে রাশেদ (২৫), ৯নং ওয়ার্ড আইবিপি রোড, হরিজন ও জলদাশ পাড়া এলাকার মৃত ভুচুং দাশ’র ছেলে সোহেল জলদাশ (৩৩)।
পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বলেন, বুধবার ভোরে ১০/১১ সদস্যের একদল ডাকাত ঈদগাহ ময়দানের মিনারের সামনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় পুলিশের তৎপরতা টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদেন কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদেন এসআই মুহাম্মদ নূরুল আবছার, এটিএসআই দুধবল মহত্ন সঙ্গীয় ফোর্স।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহোযোগিরা পালিয়ে যাওয়ার কথা শিকার করেন। পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্য সদস্যরা হলেন,মিজানুর রহমান, সবুজ খান, ইয়াছিন, নাজিম, জিসান বলে দাবি করেন পুলিশ। ডাকাত সদস্যদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।