
টেকনাফ স্থলবন্দরে মার্চ মাসে ৫ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে এত সমস্যার পরও রাজস্ব আদায়ে মাসিক র্টাগেটের কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার বিকালে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২০১৪-২০১৫ অর্থ বছরের সদ্য সমাপ্ত মার্চ মাসে ২৫৮ টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৫৮ লাখ ১৪ হাজার ২৮১ টাকার রাজস্ব আদায় হয়েছে। এর ফলে মিয়ানমার থেকে ৩৪ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২৭ টাকার পন্য আমদানি করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মার্চ মাসে ৫ কোটি ৯৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ লাখ ৮৫ হাজার ৭১৯ টাকার রাজস্ব কম আদায় হয়েছে। অপরদিকে ৭৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ৪ কোটি ২ লাখ ৬০ হাজার ৯৪৫ টাকার পন্য রপ্তানি করা হয়েছে। তবে নানা প্রতিক’লতার মাঝেও মিয়ানমার থেকে পন্য আমদানী কম হলেও দেশীয় পন্য রপ্তানী আগের তুলনায় বেশী হয়েছেন। তবে দু দেশের মধ্যে উদ্যোগ নেওয়া না হলে বন্দরে রাজস্ব আদায়ে ব্যাপক প্রভাব পড়ার আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।