১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক

টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছে ও দুই ছাত্র নিখোঁজ হয়েছে ।

রবিবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে বলে জনান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া নূর কামালকে অচেতন অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকি নিখোঁজ দু’জন কে এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি । তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের আভিযানিক দল । নিখোঁজ হওয়া দুই জন টেকনাফ খোন্দকার পাড়া মাওলানা ইলিয়াস হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তারা একসাথে ১০-১৫ জনের একটি দল ফুটবল খেলতে আসে। সেখান থেকে তিন বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা তীব্র স্রোতে সমুদ্র সৈকতে ভেসে যায়।

ওই তিন শিক্ষার্থী হলেন, আবুল কালামের ছেলে নুর কামাল। মোহাম্মদ নজির এর ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান (১২)।

স্থানীয় ব্যবসায়ী সাইফ উদ্দিন জানান,তারা দুপুরে টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট থেকে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।