
কক্সবাজারের টেকনাফে ধরা পড়লো এ যাবত কালের অন্যতম বৃহৎ ইয়াবার চালান।
সোমবার রাতে টেকনাফ উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত একটি লবণের মাঠ থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানিয়েছে, রাত দশটার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালি গ্রামের ওই লবণের মাঠে দুই চোরাকারবারিকে ধাওয়া দেয় বিজিবি’র লেদা বিওপির (সীমান্ত চৌকি) সদস্যরা।
এ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হলেও ফেলে যায় ২টি চটের বস্তা। এই বস্তার ভেতরেই পাওয়া যায় ইয়াবাগুলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ৯০ লক্ষ টাকা।
স্থানটি অন্ধকারাচ্ছন্ন ও লবণের মাঠটি পিচ্ছিল হওয়ার কারণে পাচারকারীদের তাড়া করে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ।
তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে বিজিবি‘র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।