
কক্সবাজারসময় ডেস্কঃ টেকনাফে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা।
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার (বিএন) আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে এসব ইয়াবা উদ্ধার করা।
সোমবার বিকেলে পাঠানো এক তথ্য বিবরণীতে আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন সিজি আউট পোস্ট শাহাপুরীদ্বীপ এলাকার সদস্যরা টেকনাফের শাহাপুরীরদ্বীপ পূর্ব উত্তরপাড়ায় অভিযান চালায়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি ঠের পেয়ে ইয়াবা পাচারকারীরা অন্ধকারে নিজেদের লুকিয়ে নেয়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।