
কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের আলোচিত একটি নাম টেকনাফের কুখ্যাত হাকিম ডাকাত। আর এই হাকিম ডাকাতের সহযোগী দেলোয়ার ডাকাতকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। অস্ত্রসহ তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত ডাকাত দেলোয়ার (৩৯) লেমশেখালী ইউনিয়নের শফিকুর রহমানের পুত্র।
বুধবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুন ইউনিয়নের জেলে পাড়ার খুইল্লার টেক রাস্তার মাথা হতে তাকে ১ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এসময় এসআই সঞ্জয় সিকদার এবং এসআই শামছুল আলমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন। কুতুবদিয়া থানার সিডিএমএস পর্যালোচনা করলে তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, আটক দেলোয়ার ডাকাতের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এবং সে টেকনাফের কুখ্যাত ডাকাত হাকিম ডাকাতের একজন সহযোগী।
আটক আাসামীকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।