৫ অক্টোবর, ২০২৪ | ২০ আশ্বিন, ১৪৩১ | ১ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারে কিশলয়ে শিক্ষক গ্রুপিংয়ে শ্রেণী কার্যক্রমে স্থবির    ●  সাবেক সাংসদ জাফর ও সালাহ উদ্দিনসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪   ●  ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার   ●  রামুতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় সৈনিকলীগ নেতা গ্রেফতার   ●  আগামি দিনের রাজনীতি হবে খালেকুজ্জামানের দেখানো পথে   ●  কক্সবাজারে বৃক্ষমেলায় ৩৫ লক্ষ টাকার চারা বিক্রি     ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এডমিশন ফেয়ার উদ্বোধন   ●  কক্সবাজারে বিডিআর কল্যাণ পরিষদের স্মারক লিপি   ●  উখিয়ায় টমটম মালিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক টিপু   ●  আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

টেকনাফস্থ উখিয়া সমিতির ইফতার ও আলোচনা মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ টেকনাফস্থ উখিয়া সমিতির ইফতার মাহফিল ২০১৯, ২৮শে মে রোজ মঙ্গলবার সন্ধায় টেকনাফ অলী উল্লাহ্ আলো কমিউনিটি সেন্টারে মোঃ আবুল মনজুর সভাপতিত্বে ও আবুল ইসলাম আবু’র সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে ৷

উক্ত ইফতার মাহফিলে টেকনাফস্থ উখিয়ার প্রায় শতাধিক চাকরিজীবি উপস্থিত ছিলেন ৷

উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।

উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন টেকনাফ সরকারি কলেজের প্রভাষক মোঃ রফিক উদ্দিন, টেকনাফ মেরিন সিটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নুরুজ্জামান, এবি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবু তাহের, আইওএম এর ফিল্ড অফিসার মোঃ মামুন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হিসাব রক্ষক মোঃ আলী, টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহকারী মোঃ আলম ভাই প্রমুখ ৷

আলোচনা সভায় টেকনাফস্থ উখিয়া সমিতিকে সুসংঘঠিত একটি উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন করার প্রস্তাক করেন নুরুজ্জামান ও মোঃ মামুন। উক্ত প্রস্তাবে সবার সম্মতিকক্রমে ভিক্তিতে একটি উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন করা হয় ৷

উপদেষ্টা কমিটিঃ
মোঃ আবুল মঞ্জুর, ম্যানেজার সোনালী ব্যাংক টেকনাফ শাখা ৷
মোঃ মুফিজ উদ্দৌলা,প্রধান শিক্ষক সাবরাং উচ্চ বিদ্যালয় ৷
সিরাজুল হক সিরাজ, অধ্যাপক টেকনাফ সরকারী কলেজ ৷
জিয়াউল হক হান্নান,অধ্যাপক টেকনাফ সরকারী কলেজ ৷
নুরুজ্জামান, এম,ডি মেরিন সিটি হাসপাতাল টেকনাফ ৷
সৈয়দ মহসিন উদ্দিন আনোয়ার মামুন,ফিল্ড অফিসার আইওএম ৷
মোঃ কামাল, অফিসার ইসলামী ব্যাংক টেকনাফ শাখা ৷

আহবায়ক কমিটিঃ
আহবায়ক- মোঃ আবুল ইসলাম আবুল,এরিয়া ম্যানেজার ইউরো ফার্মা টেকনাফ ৷
যুগ্ন আহবায়ক- মোঃ আবু তাহের,সিনিয়র অফিসার এবি ব্যাংক টেকনাফ শাখা ৷
যুগ্ন আহবায়ক- কাজী মিজানুর রহমান,ফিল্ড অফিসার আইওএম টেকনাফ ৷
যুগ্ন আহবায়ক- মিজবাহ আজাদ,প্রজেক্ট অফিসার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল টেকনাফ ৷
যুগ্ন আহবায়ক- পারিয়েল সামিহা সারিকা, প্রভাষক টেকনাফ সরকারি কলেজ ৷
সদস্য সচিব- মোঃ রফিক উদ্দিন, প্রভাষক টেকনাফ সরকারি কলেজ ৷
সদস্য- নরুল কবির, সিনিয়র মেডিক্যাল ইনফরমেশন অফিসার টেকনাফ ৷
সদস্য- মোঃ আরফাত, অফিসার সোনালী ব্যাংক টেকনাফ শাখা ৷
সদস্য- মোঃ আলী, হিসাব রক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ ৷
সদস্য- আবুল বশর,অডিটর উপজেলা হিসাব রক্ষণ অফিস উপজেলা টেকনাফ ৷
সদস্য- সৈয়দ সরওয়ার জাহান সুমন, সিনিয়র অফিসার এবি ব্যাংক টেকনাফ শাখা ৷

টেকনাফস্থ উখিয়া সমিতির নব-মনোনিত আহবায়ক আবুল ইসলাম আবু ভাই বলেন,শুধুমাত্র টেকনাফস্থ উখিয়ার সকল চাকরিজীবি ভাই বন্ধুদের সুখে দুঃখে পাশে থেকে ও সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী ইউনিট গঠন করতে তিনি সর্বোপরি চেষ্টা করবেন। সেজন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও সুস্থতা কামনা করেন সংঘটনের আহবায়ক মোঃ আবুল ইসলাম আবু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।