৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জেলা পুলিশে শ্রেষ্ট ওয়ারেন্ট তামিল অফিসার হলেন চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও মামলা তদন্তে জন্য থানা বিত্তিক শ্রেষ্ট তদন্ত অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয় লাল ঘোষ।
কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় আয়োজিত সোমবার দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনার এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ দমন’র পর্যালোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম চকরিয়া থানার এসআই প্রিয় লাল ঘোষ ’র হাতে বেষ্ট ওয়ারেন্ট তামিল ও থানা বিত্তিক শ্রেষ্ট মামলা তদন্ত অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সভায় থানা পর্যায়ে জুলাই (বিগত ১৯ মাসের )মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, শ্রেষ্ট মামলা তদন্তকারী, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা পুলিশের মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো.মতিউল ইসলাম (চকরিয়া-পেকুয়া)সার্কেল,সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল),সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ট ওয়ারেন্ট তামিল ও শ্রেষ্ট মামলা তদন্তকারী অফিসার হিসেবে জেলা পুলিশের এ সম্মাননা প্রাপ্তিতে এক বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে চকরিয়া থানার এস আই প্রিয় লাল ঘোষ বলেন, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ .এস.আই অফিসার এ সম্মাননা অর্জনে তিনি কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া)সার্কেল কাজী মো: মতিউল ইসলাম,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) একে.এম সফিকুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।