
জাতীয় দলে একসময়কার স্পিন আক্রমণে নির্ভরতার নাম ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু কিছুদিন ফর্ম হারিয়ে ফেলায় জাতীয় দলের দরজা সেই যে বন্ধ হয়, তা আজও খোলেনি রাজ্জাকের সামনে। তবে ঘরোয়া ক্রিকেটের সকল লিগে নিয়মিত স্পিন ভেলকি দেখিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই স্পিনার। শেখ জামালের হয়ে আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘরের বিপক্ষে আবারও দেখা গেল এই ৩৪ বছর বয়সী স্পিনারের জাদুকরী স্পিন।
শনিবার বিকেএসপিতে চলতি লিগে শেখ জামালের হয়ে দ্বিতীয় বারের মত ৫ উইকেট দখল করলেন রাজ্জাক। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া খেলাঘর শুরুটা মন্দ করেনি। দুই ওপেনার রবিউল ইসলাম ও সালাউদ্দিন পাপ্পু ৮৩ রানের জুটি গড়েন। পাপ্পুকে বোল্ড করেই প্রথম শিকার ধরেন রাজ্জাক। এরপর তৃতীয় উইকেটে আবারও ১২৬ রানের বড় জুটি গড়েন অমিত মজুমদার এবং রবিউল ইসলাম। অমিতকে (৫৮) ফিরিয়ে এই জুটিও ভাঙেন রাজ্জাক।
তবে ওপেনার রবিউল চলতি প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার ১০৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান তোলে খেলাঘর। রাজ্জাক ১০ ওভারে ৫২ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই মুহূর্তে সেরা বোলার রাজ্জাক।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।