২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

কক্সবাজার সদর মডেল থানার প্রতিবেদন

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সহযোগিতা পেয়েছে ৭,২০৫ ভুক্তভোগী


বিশেষ প্রতিবেদক:

মাদক,অস্ত্র, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য সব ধরণের অপরাধ দমনে তৎপর রয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এইসব কার্যক্রমের পাশাপাশি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সহযোগিতা পেয়েছে ৭,২০৫ ভুক্তভোগী লোকজন। এছাড়া  থানাকে ‘দালালমুক্ত’ ঘোষণা করা হয়েছে। মামলা, তদবির বাণিজ্য বন্ধ। থানায় গিয়ে আগের মতো ‘নেতাগিরি’ কিংবা ‘প্রভাব খাটানো’ যায় না। যার সেবা তাকেই দেওয়া হয়। হেল্পডেস্ক অতীতের চেয়ে অনেক সক্রিয়। সব ধরণের নাগরিক সেবা নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন,  গেল আগস্ট পর্যন্ত প্রায় দু’বছরে বিভিন্ন মামলায় ১৭০২জন আসামি গ্রেফতার এবং ৩,১৮,০৩২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। নারী ও শিশু হেল্প ডেস্ক এর  সহায়তা পেয়েছে ১,৫৫০ জন। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ৭,২০৫ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। ১২৫ জন কিশোর অপরাধী আটক করে পিতা-মাতার জিম্মায় দেয় পুলিশ।
ধর্ষণ মামলায় ৮৮, জিআর ওয়ারেন্টমূলে ১০১২, জিআর সাজা ওয়ারেন্টমূলে ৫৫, সিআর পরোয়ানার ৫৫৫ এবং সিআর সাজা পরোয়ানামূলে ৮০ জন আসামি গ্রেফতার করে পুলিশ।
এছাড়া অস্ত্রধারী ১১৩, চোর-ছিনতাইকারী ৪৮০, কিশোর অপরাধী ১১৫ জনকে আটক করা হয়েছে। অপহরণের শিকার ভিকটিম উদ্ধার হয়েছে ৯৫ জন।
বিগত দুই বছরে থানায় মাদকের মামলা হয়েছে ৮২টি। এসব মামলার এজাহারনামীয় আসামির সংখ্যা ১৬২। গ্রেফতার হয়েছে ১১৭ জন। বিভিন্ন অভিযানে ৩,১৮,০৩২ ইয়াবা, ৩১০ গ্রাম ইয়াবার গুড়া, ১২২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ কেজি ৭০৫ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল, ১টি গাজার গাছ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, রাষ্ট্র এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ অন্তরিকতা সহকারে কাজ করে যাচ্ছি। ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ সব ধরণের অপরাধীর বিরুদ্ধে পুলিশ কঠোর। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ অবস্থান। থানায় পুলিশী সেবা শতভাগ নিশ্চিত করা হয়েছে। তবু সফলতা বিফলতা বিবেচনার ভার মানুষের হাতে।

প্রসঙ্গতঃ ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে প্রদীপ (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। ঘটনাটি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। যে কারণে জেলায় ক্ষণিক সময়ে ইমেজ সংকটে পড়ে পুলিশ। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে  পুলিশকে ঢেলে সাজানো হয়। এসপি থেকে থানার কনস্টেবল পর্যন্ত সম্পূর্ণ নতুন সেটআপে তৈরি হয়েছে শক্তিশালী চেইন অব কমান্ড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।