১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

জাতিকে সুশিক্ষার মাধ্যমে আলোকিত জীবন গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অপরিসীমঃ রিজিয়া রেজা চৌধুরী


চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ,সাতকানিয়া লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী, সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা সভাপতি,সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের প্রতিষ্টাতা, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,জাতিকে সুশিক্ষার মাধ্যমে আলোকিত জীবন গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অপরিসীম। বর্তমান প্রজন্মকে হাতে কলমে উন্নত শিক্ষার মাধ্যমে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে। যুব সমাজকে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।ছাত্র ছাত্রীদের উপযুক্ত শিক্ষা প্রদানে শিক্ষকের ভূমিকা জরুরী।পাশাপাশি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কিভাবে শিক্ষিত হচ্ছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন করতে হবে।১৬ ই মে বিকেল ৫টায় উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বিশাল মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।বিদ্যালয় পরিচালনা কমিটির ৭ম বারের মত নির্বাচিত সভাপতি ও লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম।অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ ইয়াকু্ব।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুর রহমান,আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক আবদুল খালেক,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাছির উদ্দিন।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশিষ্ট কলামিস্ট ও লেখক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে উপস্হিত ছিলেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক, সমাজসেবী ও শিল্পী স্বপ্না দেবী,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপিকা মিসেস জেসমিন আক্তার,সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার জয়নাল আবেদীন বিএসসি,কবি সোলাইমান, সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক জাহেদুল ইসলাম ও বিদ্যালয়ের অভিভাবক- অভিবাবিকাবুন্দ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।