৩১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ পৌষ, ১৪৩২ | ১০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

চিরিংগা হাইওয়ে থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক:

সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ স্টেশনে এই আয়োজন করা হয়।


চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্টিত হয়।
র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে চিরিংগা হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিলিত হন।

চিরিংগা হাইওয়ে থানার অপারেশর অফিসার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, চিরিংগা হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সভাপতি মো.বেলাল উদ্দিন,আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক কামাল আজাদ, রিপোর্টাস ইউনিটি চকরিয়া শাখার সভাপতি মুকুল কান্তি দাশ, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মো.সেলিম উদ্দিন, পেকুয়া-মগনামা শমিক সংঘটনের সম্পাদক মো.আবু মুসা, লামা-আলীকদম শ্রমিক সংঘটনের সম্পাদক মো.রফিক উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো.আলমগীর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।