
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কক্সবাজার শহরের চাউল বাজার এলাকার ৪ টি দোকান থেকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসকের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস’র নেতৃত্বে  ২৯ মার্চ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বাজারজাত মন্ত্রণালয়ের মূখ্য পরিদর্শক হারুনর রশিদ, কক্সবাজার সদর থানার এসআই কুতুব উদ্দিন, ১৭ বিজিবির সদস্য ও মোবাইল কোর্ট সহকারি সুমন কান্তি দে।
অভিযানে চাউল বাজার এলাকার রঙ্গ ষ্টোর, চন্দ্র ষ্টোরসহ তিনটি দোকান থেকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযোগে হিমছড়ি ভাত ঘরকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।