২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম

চট্টগ্রাম জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ভোধন করলেন সিভিল সার্জন

বার্তা পরিবেশকঃ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৭ অক্টোবর) পালন উপলক্ষে চট্টগ্রাম জেলার উদ্ভোধনী অনুষ্ঠান আনোয়ারা উপজেলার আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উক্ত জাতীয় কার্যক্রমের সফল উদ্ভোধন করেন চট্রগ্রাম জেলার সিভিল সার্জন ও উপপরিচালক ডা মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন ” মাটির মাধ্যমে কৃমির জীবন চক্র সম্পন্ন হয়,বাংলাদেশে সাধারণত ৩ প্রজাতির কৃমি বেশি দেখা যায়।কৃমির ডিম অসতর্ক ভাবে পানি কিংবা অন্যান্য মাধ্যমে পেটে গেলে সুস্হ শিশুরা কৃমিতে আক্রান্ত হয়।আবার কিছু কৃমি খালি পায়ে চলাফেরা করার কারনে পায়ের পাতা ছিদ্র করে সংক্রমন করে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর স্হানে কৃমির ডিম বংশ বিস্তার লাভ করে। কৃমির কারনে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভোগে,এছাড়াও নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে।”তাই সকলকে সরকারী কর্মসূচী সফল করতে সহযোগিতাসহ সকল শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খেতে পরামর্শ দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, অন্যান্যদের মধ্যে বিভাগীয় স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ উপস্হিত ছিলেন। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মেঘনাথ দত্ত ও এমটি ইপিআই মোহাম্মদ এনাম সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন ঘোষনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।