৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চকরিয়ায় ৩শিশু কন্যাকে জবাই করে হত্যা

download

পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের চকরিয়ায় ৩শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে পাষন্ড পিতা আব্দুল গনি। নিহত ৩শিশু হলেন, আয়েশা ছিদ্দিকা (১১), হিরু জান্নাত (৯) ও তফুরা জান্নাত (২)। শুক্রবার ভোর রাত ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে রিক্সা চালক আব্দুল গনি দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিল। এঘটনা নিয়ে স্ত্রী ফাতেমা বেগমের সাথে মনোমালিন্য দেখা দেয় দীর্ঘদিন ধরে। সর্বশেষ গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য খাইরুল বশরের কাছে একটি সালিশী বৈঠক বসে। উক্ত বৈঠকে রিক্সা চালক আব্দুল গনি অপমানিত হলে স্ত্রীকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে স্ত্রী ফাতেমা বেগম অবস্থা বেগতিক দেখে পিত্রালয়ে চলে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে পাষন্ড পিতা আব্দুল গনি তার নিজ ৩শিশু কন্যাকে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘটনা শুনে তিনি চকরিয়া থানার পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ হত্যা কান্ডের ঘটনায় তদন্ত সুষ্ঠ তদন্ত না হওয়া ছাড়া এখনো কিছু বলা যাচ্ছে না। তবে হত্যাকারী পিতা আব্দুল গনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।