
চকরিয়ায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কাঁচের বোতল ছোড়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৪৮জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার চকরিয়া থানার এস আই দেবাশীষ সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৮জনের নাম উল্লেখপূর্বক ২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ মামলার এজাহার নামীয় দুই আসামী কৈয়ারবিলের মোঃ আবছার ও লক্ষ্যারচর এলাকার আবু বক্করকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
মামলার এজাহারে বাদী দাবী করেন, গত শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় সৌদিয়া পরিহনের একটি বাসে কাঁেচর বোতল ছুড়ে দুর্বৃত্তরা। এতে বোতলের আঘাতে বাসের গ্লাস ভেঙ্গে ৪ যাত্রী আহত হয়। তবে গ্রেফতারকৃত আসামীদের পরিবারের দাবী তারা এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। তাদেরকে হয়রানী করতে এ মামলায় জড়ানো হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, এ মামলার এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।