কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস চাপায় আবদুল হামিদ (১০)নামের এক শিশু নিহত হয়েছেন। নিহত শিশূ হামিদ উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটার সময় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস শিশু হামিদকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।