১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

চকরিয়ায় বেকারী, মুদি দোকান হোটেল ও ফামের্সীকে ৫৫ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরী, বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করছেন ইউএনও শিবলী নোমান।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়েছে। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উর্ত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে বেকারী, মুদি দোকান, হোটেল ও ফামের্সীসহ বিভিন্ন প্রতিষ্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উর্ত্তীর্ণ খাবার, ভেজাল ওষুধ এবং পরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে বেকারী, মুদির দোকান, হোটেল ও ফার্মেসীতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার আইনে এসব প্রতিষ্টান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের সতর্ক করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেও জানান তিনি।
অভিযানের সময় সাথে ছিলেন- হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া থানার একদল পুলিশ ও ইউএনও’র অফিস সহকারী শান্তি পদ দে এবং উপজেলা টেকনেশিয়ান এরশাদুল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।