১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

চকরিয়ায় দেশী তৈরী দুটি বন্দুক উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চকরিয়ায় পুলিশের অভিযানে পাহাড়ের ভেতর ডাকাতের আস্তানা ও বসতঘর থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চকরিয়ায় পুলিশের আলাদা অভিযানে পাহাড়ের ভেতর ডাকাতের আস্তানা ও বসতঘর থেকে দেশীয় তৈরী দুটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিটের অদুরে পাহাড়ের ভেতর থেকে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে কাইছার উদ্দিন (৩০) ও একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মো.কালা মিয়ার ছেলে নুরুল আলম (৪০)। তাদের মধ্যে কাইছারের বসতঘর থেকে একটি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ এবং নুরুল আলমের দেয়া তথ্যে ভিত্তিতে পাহাড়ের ভেতর থেকে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, এসআই সুকান্ত চৌধুরী, কাউছার উদ্দিন চৌধুরী ও এএসআই নাজেমউদ্দিন পুলিশের একটিদল মঙ্গলবার ভোররাতে উপজেলার পৃথকস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রথমে ফাঁসিয়াখালীর পাহাড়ি এলাকা থেকে বন্দুকসহ নুরুল আলম এবং পরে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার থেকে এলজি ও গুলিসহ কাইছারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুইজন পুরনো কয়েকটি মামলাও আসামী বলে পুলিশ জানায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অস্ত্রসহ গ্রেপ্তারকৃত দ্ইুজনের বিরুদ্ধে এসআই সুকান্ত চৌধুরী বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তাদেরকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হলে মামলার শুনানী শেষে আদালতের বিচারক দুইজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।