সচেতন নাগরিক কমিটি টিআইবি চকরিয়ার উদ্ধেগে দুদিনের কর্মসুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর দুদিন অনুষ্টিতব্য সনাক ইয়েস গ্রুপ কর্তৃক কার্যক্রমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এর জনবল কাঠামো, ক্লিনিকেল প্যাথলজি, এ্যাম্বুলেন্স সেবা, সেবাদানকারী বিভাগ ও চিকিৎসা সেবায় রোগীর অধিকার সম্পর্কে রোগীদের সচেতন করা হয়।
উপস্তিত সনাক টিআইবি মোঃ জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান তাদের পরিচালিত কর্মসূচীর মাধ্যমে আগত রোগীরা হাসপাতাল থেকে প্রাপ্য অধিকার সর্ম্পকে সচেতন হবে। অধিকার বঞ্চিত রোগীরা প্রতিবাদ করার পন্থা এখান থেকে জানতে পারবে। ফলে সাধারণ জনগণ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধাদি যথাযথ পাওয়ার সুযোগ পাবে। এভাবে বিভিন্ন প্রতিষ্টানে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অপরদিকে এমন কার্যক্রম রোগীদের জন্য আশীর্বাদ বলে জানান উপস্থিত কয়েকজন স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী। এরা সনাক ইয়েস গ্রুপের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
###
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।