২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

ঘূর্নিঝড় “হামুনে” ক্ষতিগ্রস্ত ১১ শ’ পরিবারকে ইপসা’র আর্থিক সহায়তা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি: 

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন বাস্তবায়নকারী সংস্থা “ইপসা’ দাতা সংস্থা “সেভ দ্য চিলড্রেন”‘র আর্থিক সহযোগিতায় ঘূর্নিঝড় “হামুনে” ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) কক্সবাজারের সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ হাজার ৫০০ টাকা করে নগদ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘ ঘূর্ণিঝড়ের পরপরই সরকাররের পাশাপাশি উন্নয়ন সংস্থাসমূহের এমন উদ্যোগ প্রশংসনীয় পদক্ষেপ। এ জন্য তিনি ইপসা এবং দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।’

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল ও চৌলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।

এর আগে গত ১৯ নভেম্বর কক্সবাজার পৌরসভার ১০০ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন— কক্সবাজার পৌলসভার মেয়র মো: মাহবুবুর রহমান চৌধুরী। একইভাবে সদর উপজেলায় ২৫০, মহেশখালীতে ৪৫০, ঈদগাঁওতে ১০০, চকরিয়ায় ১০০, কুতুবদিয়ায় ১০০ ও কক্সবাজার পৌরসভা ১০০ পরিবারসহ মোট ১১০০টি পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এই মহৎ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ ও উন্নয়ন) মোহাম্মদ নাসিম আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন টিম এবং বাস্তবায়নকারী সংস্থা ইপসার টিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।