১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির নিলাম উপ-কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির নিলাম উপ-কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) উত্তর গোমাতলী গাইট্রাখালীতে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভায় চলতি বর্ষা মৌসুমে সকল সদস্যদের জমি নিলামের মাধ্যমে ইজারা প্রদানের জন্য ৫ সদস্য বিশিষ্ট এই উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি করা হয় সিরাজুল ইসলামকে।
অন্যান্য সদস্য হলেন যথাক্রমে- আব্দুল হক প্রকাশ গুরা মিয়া, আমিনুর রহমান, আবুল ইসলাম ও নূর মোহাম্মদ সওঃ। সমিতির সকল জমি যথাসময়ে নিলামের মাধ্যমে ইজারা প্রদানের জন্য বর্তমান ব্যবস্থাপনা কমিটি উপ-কমিটিকে ক্ষমতা প্রদান করে। বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল আজিম, বাদশা মিয়া, আব্দুল রহিম, প্রবীণ মুরব্বী ও পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহামদ, সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ, আবু বক্কর, আবু হান্নান, ওবায়দুল হক হিরু, মোস্তফা কামাল, জামাল উদ্দিন, আবদুল মাবুদ, মোহাম্মদ হোছন, হাসেম, সাবেক সভাপতি আরবান আলী, নুরুল হুদা, আব্দুল্লাহ, শরিয়ত উল্লাহ (সাবেক মেম্বার), মোঃ শফি, গফুর প্রমূখ।
নব গঠিত নিলাম উপ-কমিটি ১২জুন বুধবার গোমাতলী মোহাজের রেজিঃ প্রাইমারি স্কুল মাঠে নিলামের দিন চূড়ান্ত করে সমিতির সদস্য ও এলাকার ব্যবসায়ীদের নিলাম কার্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।