২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

গোমাতলীর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই: শিক্ষার্থীদের দূর্ভোগ

at
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী মোহাজের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় কোমলমতি ছাত্রছাত্রীদের প্রচন্ড গরমে অসহনীয় দূর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বিদ্যুৎহীন এ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য শিক্ষকরা ঈদগাঁও পল্লী বিদ্যুত অফিসে আবেদন করার পরও বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না বলে জানা গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উত্তর গোমাতলী মোহাজের প্রাথমিক বিদ্যালয়টি অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। তথাপিয় পড়ালেখার গুনগতমান নিয়ে সদরে শীর্ষ অবস্থানে রয়েছে। চলতি অর্থ বছরে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় সংস্কার করা হলেও আসবাবপত্রের অভাবে এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে জরাজির্ণ সাইক্লোন সেল্টারে।

শিক্ষকদের অভিযোগ চৈত্রের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ছটপট করতে দেখা যায়। এমতাবস্থায় পড়ালেখা বা পাঠদানের প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করা যাচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী জানান, তার বিদ্যালয়ের আশে পাশে কোন গাছগাছালি না থাকায় স্বাভাবিক গরমের চাইতে তাপমাত্রায় ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এমতাবস্থায় বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা  এখনো বিদ্যুতের ব্যবস্থা করে দেননি।
ঈদগাঁও পল্লী বিদ্যুত এজিএম শফিউদ্দিন আহমদ জানান, আবেদনে শিক্ষা কর্মকর্তার সুপারিশ প্রয়োজন বিধায় বিদ্যুত সংযোগ দেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকদের জানানো হয়েছে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।