৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গুলি করে মা হাতিকে হত্যা; লাশ পাহারায় বাচ্চা হাতি!

কক্সবাজারে একটি মা বন্যহাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। মা হাতির মৃত্যুর পর বাচ্চাটি মায়ের মরদেহ পাহারা দিচ্ছে। রাত ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাচ্চা হাতিটি মৃত মা হাতির মরদেহ পাহারা দিচ্ছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের গহীন অরণ্যে একটি মৃত মা হাতির সন্ধান মিলেছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) বিকালের দিকে ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা নামক এলাকায় এ মৃত হাতির সন্ধান পান রাবার বাগানের শ্রমিকরা।

রাবার বাগানের শ্রমিকরা জানান, মা হাতিটি বাচ্চা নিয়ে শনিবার সকাল থেকে ছোটাছুটি করছিল। দুপুরে পরে রাবার কাজ করা শ্রমিকরা হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। বাচ্চাটি মা হাতির পাশে বসে কান্না করছে। এলাকাবাসীরা মৃত মায়ের পাশে এক বছর বয়সী বাচ্চা হাতিটি বার বার শুয়ে পড়ছিল । এমনকি কান্নাও করছিল। মায়ের পাশে গিয়ে স্পর্শ করার দৃশ্য দেখে লোকজন আবেগ্লাপুত করে। এমনকি এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এঘটনার পর রাবার শ্রমিকরা রাজঘাট বিট কর্মকর্তাকে জানালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে মৃত বলে নিশ্চিত করেন।

এলাকাবাসী আরও জানান, মা হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্নের মত দাগ রয়েছে। তাদের ধারণা কে বা কারা কয়েকদিন আগে মা হাতিটিকে গুলি করেছিল। অসহ্য যন্ত্রণায় হাতিটির মৃত্যু হয়েছে।

কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মৃত হাতিটি ময়নাতদন্ত করার জন্য ইতিমধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।