২২ নভেম্বর, ২০২৫ | ৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

হাফিজুল ইসলাম চৌধুরী: কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১২ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে নোটিশ জারি করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অধিক মনযোগী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কায়সার জাহান চৌধুরী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছি। বেশ কিছুদিন ধরে শুনা যাচ্ছে, শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্মার্টফোনে গান শুনছে এবং গল্প করছে। এতে শ্রেণিকক্ষে তারা মনোযোগী হতে পারছেন না। শ্রেণিকক্ষমুখী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা ক্যাম্পাসে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এটা অনভিপ্রেত।’

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বড়–য়া বলেন, এ ব্যাপারে এখন থেকে তদারকি করা হবে এবং কোন ছাত্র-ছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেলে তা কেড়ে নেওয়া হবে। পরবর্তীতে অভিভাবকের উপস্থিতিতে শাস্তি প্রদান করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।