১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে-এসপি মাহফুজুল ইসলাম

বাদ্য বাজনার তালে মুখরিত স্নিগ্ধ বিকেল। সবুজ ঘাসের চাদরে চূড়ান্ত ভলিবল লড়াই। এতে উচ্ছ্বসিত খেলোয়াড় ও দর্শকেরা। সব আয়োজন চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ঘিরে। শুক্রবার (০৩ নভেম্বর) কক্সবাজার পুলিশ লাইন মাঠে টুর্নামেন্টের ফাইনালে পুরুষ গ্রুপে মুখোমুখি হয় বান্দরবান ও রাঙামাটি জেলা পুলিশ দল। খেলার শুরু থেকে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটের ফলাফল গড়ায় সমতায়। দ্বিতীয় সেটে আসে কাঙ্খিত সাফল্য। রুদ্ধশ্বাস ম্যাচে রাঙামাটিকে ২-১ সেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বান্দরবান।
মহিলা দলের ফাইনালও ছিল চোখ জুড়ানো। সেখানেও চ্যাম্পিয়ন বান্দরবান পুলিশের নারী দল। কক্সবাজার পুলিশের নারী দলকে তারা হারায় ২-১ সেটে।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। দূরে রাখে অপরাধ থেকে। তাই খেলাধুলার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমানসহ অনেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।