
আবু সায়েম : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে খুরুলিয়ার ইয়াবা সম্রাট নুরুল ইসলাম প্রকাশ নুরাইয়াকে আটক করা হয়েছে। আজ (২২ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনছারুল হক সুজন ও এসআই দেলোয়ার হোসইাইনের নেতৃত্বে এএসআই কামাল হোসেন-২, এএসআই আশিক হায়দার বাকী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় খুরুলিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নুরাইয়া শহরের কোনার পাড়ার মৃত ফকির মোহাম্মদের পুত্র। এসআই আনছারুল হক সুজন বলেন, শীর্ষ মাদক কারবারী নুরাইয়াকে ধরার জন্য পুলিশ অনেকবার অভিযান পরিচালনা করেছিলো, অবশেষে শূণ্য থেকে ইয়াবার আর্শিবাদে কোটিপতি বনে যাওয়া নুরাইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি অস্ত্র উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার (পিপিএমবার ) বলেন, সোমবার ভোররাতে নুরাইয়ার অবস্থান নিশ্চিত করে পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। সে খুরুলিয়ার বড় মাপের মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।শীর্ষ মাদক কারবারীে ক পুলিশ গ্রেপ্তার করায় খুরুলিয়ার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।