১৬ নভেম্বর, ২০২৫ | ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!

খালেদার বিচার দাবিকারীদের বিচার করা হবে : বিএনপি

Riponবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে সরকারি দলের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।তিনি বলেন, নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হচ্ছে, সে অভিযোগ ভিত্তিহীন। যারা তার বিচারের জন্য তদবির করছেন, পরবর্তীতে তাদেরই বিচারের আওতায় আনা হবে।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন  এ মন্তব্য করেন। তিনি বলেন, যে অভিযোগটি বিএনপি চেয়াপারসনের ওপর দাঁড় করানো হয়েছে, তা ভিত্তিহীন। বরং নাশকতার সঙ্গে কারা জড়িত, কারা এর হোতা, আন্তর্জাতিকভাবে তদন্ত হলে তা বেরিয়ে আসবে।

সৈয়দ আশরাফের প্রসঙ্গ টেনে বিএনপির মুখপাত্র বলেন, একজন মন্ত্রী নিয়মিত মন্ত্রণালয়ে আসেন না তাই তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হয়েছে। অথচ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীরা এখনো বহাল তবিয়তে আছেন, যা শোভনীয় নয়।

বিএনপির অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, ষাটের দশকে আইয়ুব সরকারের নিপীড়নে আওয়ামী লীগও বিলীন হয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু মানুষের ভালোবাসায় তারা আবারো ফিরে এসেছে। বিএনপিও ফিরে আসবে। তিনি বলেন, বিরোধী দলকে এভাবে দমন করে যদি সরকার মনে করে স্বস্তিতে আছে, তা ভুল। আসলে তারা স্বস্তিতে নেই। আওয়ামী লীগ পুরনো দল হিসেবে তাদের জানা আছে, এভাবে দমন-পীড়ন, জেল-জুলুম করে বিএনপিকে শেষ করা যাবে না। এমন চলতে থাকলে জনগণের ক্ষোভের আগুন সারাদেশে ছড়িয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।