২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

খালেদার প্রচারণা নিয়ে দুই মেয়র প্রার্থীকে ইসির সতর্কতা

 Untitled-1

 


এনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে রাস্তা বন্ধ করে প্রচারণা না চালানোর জন্য দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিকেলে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এ চিঠি দেন। একই ধরনের চিঠি উত্তরের রিটার্নিং অফিসার মো. শাহ আলমও তাবিথ আউয়ালকে দিয়েছেন। রিটার্নিং অফিসারদের স্টাফ অফিসার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার মো. নওয়াবুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘খালেদা জিয়া বরাবর চিঠি দেওয়া হয়নি। তবে যে প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন তার কাছে সতর্ক করে ও আচরণবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর সিটির রিটার্নিং অফিসার তাবিথ আউয়ালকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বলে তার স্টাফ অফিসার মো. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল (মঙ্গলবার) ফকিরাপুল এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণার সময় অনেক লোকজন ও গাড়িবহর ছিল। যার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

আচরণ বিধিতে বলা হয়েছে, ‘নির্বাচনের উদ্দেশে পথসভা ও ঘরোয়াসভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এ রূপ সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করতে পারবেন না বা এ উদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করতে পারবে না।’

কেউ আচরণিবিধি লঙ্ঘন করলে ইসি ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। ইসি চাইলে প্রার্থিতা বাতিল করতে করতে পারে।

টানা পঞ্চম দিনের মতো বুধবারও প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া। নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার হামলা ও বাধার সম্মুখীন হয়েছেন। বুধবারও তার গাড়িবহর বাংলামোটরে হামলার মুখে পড়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।