১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

খাগড়াছড়িতে পুলিশের বাঁধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ এ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান ও পুনঃনির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে বিএনপি বিক্ষোভ-সমাবেশ পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।

ঘোষিক কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেকে সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল বের হলে আদালত সড়ক এলাকায় পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তরা অভিযোগ করেন, জাতীয় সংসদের দুটি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল, জাল ভোট দিয়ে ও বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে জনগণের ভোট ছিনতাই করেছে। আর নির্বাচন কমিশন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ সভাপতি ক্ষেত্র মোহন রোওয়াজা, সহ সভাপতি কংচারী মাষ্টার, সহ সভাপতি বেলাল হোসেন, সহ সভাপতি মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন চেয়ারম্যান,সাংগঠনিক সম্পাদক ক্ষণি রঞ্জন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।