
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করতে চায়। গত এক দশকের উন্নয়নে দেশ এখন বিশ্বে সম্মানজনক অবস্থান করে নিয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যের প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রবৃদ্ধি ৮.১ ভাগে উন্নতি করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্যের হার আমরা ২১.৮ ভাগে নামিয়ে এনেছি। বাংলাদেশকে আমরা সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হয়েছি এখন আমাদের লক্ষ দারিদ্র্যমুক্ত করা। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় একটা দৃষ্টান্ত স্থাপন করত চাই।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।