
কক্সবাজার প্রতিনিধি:
কুরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
গতকাল বৃহস্পতিবার বিকাল কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পৌরসভার একমাত্র কুরবানির পশুর বাজারে প্রচারণা কার্যক্রম চালানো হয়।
এ সময় বিসিক লবণ কার্যালয়ের ডিজিএম মো. জাফর ইকবাল ভূইয়া, জেলা কার্যালয়ের এজিএম মো. রিদওয়ানুর রশীদ, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, তথ্য ও জরীপ কর্মকর্তা মিফহুল জান্নাত রিপা, সম্প্রসারণ কর্মকর্তা মো. মনজুর আলম, লবণ কর্যালয়ের পরিদর্শক মো. ইদ্রিস আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে ডিজিএম মো. জাফর ইকবাল ভূইয়া বলেন, পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। মাত্র ৭ কেজি লবণ ব্যবহারের মাধ্যমে নিজেরাই পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করি। তাতে নিজেরাও লাভবান হবো।
তিনি আরও বলেন, দেশে লবণের কোন সঙ্কট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহে কোন সমস্যা হবে না।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।