১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কুতুবদিয়ায় জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার পরে সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে ট্রলার ঢুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ মে) ভোর চারটার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।
স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ জেলে নিয়ে বিশ্বনাথসহ অন্য জেলেরা শনিবার সাগরে মাছ ধরতে যায় কুতুবদিয়ার রত্ন সেন দাসের এফবি সাগর নামে একটি ট্রলার। ঘূর্ণিঝড় মোখার কারণে তারা কূলে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলারটি আবারো বঙ্গোপসাগরে যায়। রাত দেড়টার দিকে কূলে ফেরার সময় গুলিদ্ধার নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ঝড়ে ১৪ মাঝিমাল্লা নিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। অন্য একটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজির পর বুধবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মৃত্যুর খবর শোনেছি। ডুবন্ত ট্রলার ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।