১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

কাল মাশরাফি কি জ্বলে উঠবে

 সাচ্চা দলপতি মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের এই ‘কুলম্যান’ ঠিকই যোগ্য নেতার আসনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। কীভাবে দলের অন্যদের আগলে রাখতে হয় জানেন তিনি। খেলায় হার-জিতকে সহজ করে নিয়েছেন। খারাপ পারফরম্যান্সের জন্য কাউকে দোষ না দিয়ে ঠিকই দায় নিয়েছেন ভাগাভাগি করে। আবার ভালোটাও ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে। শরীরটা একদম ফিট না। একাধিকবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে অনুশীলন করতে গিয়ে আগের চোট লাগা কাঁধে আবার চোট পেয়েছেন। তাই বলে দায়িত্ব অবহেলা না করে সতীর্থদের মনোবল জোগাতে নেমেছেন মাঠে। বল হাতে চার ম্যাচে নিয়েছেন ছয় উইকেট। সেরাটা এক ম্যাচে ২০ রান বিলিয়ে তুলে নেওয়া ৩ উইকেট। ছেলের সম্পর্কে মাশরাফির মা ঠিকই বলেছিলেন, ‘আমার মাশরাফি খুবই শান্ত একটা ছেলে।’ দিনদিন মায়ের মুখ বড় করছেন তিনি।

বয়স হয়েছে। ক্যারিয়ারজুড়ে ছিল ইনজুরির সমস্যা। এখনও সেটা থেকে মুক্ত নন তিনি। তাই গতির সঙ্গে বোলিং হয়ত করতে পারেননি। কিন্তু নিশানা এবং ভেরিয়েশনগুলো ঠিকই করে দেখাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তার সবচেয়ে বড় গুণ হলো প্রয়োজনের সময় জ্বলে ওঠা। যখন ব্রেক থ্রু দরকার তখন তিনি কাজটা ঠিকই করে দেখান। তার মানবীয় গুণাবলীও ভালো। জন্ম ধনাঢ্য বড় পরিবারে। তাই স্বভাবে তার উদারতা। যে কারণে দলকে একত্রিত করার কাজ তিনিই ভালো করতে পারেন। তিনি দলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। একজন অধিনায়কের এই গুণটা খুবই দরকার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।