২ জানুয়ারি, ২০২৬ | ১৮ পৌষ, ১৪৩২ | ১২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা

কাল মাশরাফি কি জ্বলে উঠবে

 সাচ্চা দলপতি মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের এই ‘কুলম্যান’ ঠিকই যোগ্য নেতার আসনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। কীভাবে দলের অন্যদের আগলে রাখতে হয় জানেন তিনি। খেলায় হার-জিতকে সহজ করে নিয়েছেন। খারাপ পারফরম্যান্সের জন্য কাউকে দোষ না দিয়ে ঠিকই দায় নিয়েছেন ভাগাভাগি করে। আবার ভালোটাও ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে। শরীরটা একদম ফিট না। একাধিকবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে অনুশীলন করতে গিয়ে আগের চোট লাগা কাঁধে আবার চোট পেয়েছেন। তাই বলে দায়িত্ব অবহেলা না করে সতীর্থদের মনোবল জোগাতে নেমেছেন মাঠে। বল হাতে চার ম্যাচে নিয়েছেন ছয় উইকেট। সেরাটা এক ম্যাচে ২০ রান বিলিয়ে তুলে নেওয়া ৩ উইকেট। ছেলের সম্পর্কে মাশরাফির মা ঠিকই বলেছিলেন, ‘আমার মাশরাফি খুবই শান্ত একটা ছেলে।’ দিনদিন মায়ের মুখ বড় করছেন তিনি।

বয়স হয়েছে। ক্যারিয়ারজুড়ে ছিল ইনজুরির সমস্যা। এখনও সেটা থেকে মুক্ত নন তিনি। তাই গতির সঙ্গে বোলিং হয়ত করতে পারেননি। কিন্তু নিশানা এবং ভেরিয়েশনগুলো ঠিকই করে দেখাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তার সবচেয়ে বড় গুণ হলো প্রয়োজনের সময় জ্বলে ওঠা। যখন ব্রেক থ্রু দরকার তখন তিনি কাজটা ঠিকই করে দেখান। তার মানবীয় গুণাবলীও ভালো। জন্ম ধনাঢ্য বড় পরিবারে। তাই স্বভাবে তার উদারতা। যে কারণে দলকে একত্রিত করার কাজ তিনিই ভালো করতে পারেন। তিনি দলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। একজন অধিনায়কের এই গুণটা খুবই দরকার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।