৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী   ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

কারাবন্দী মায়েদের সাথে থাকা ৩১ শিশুদের মুখে হাসি ফোটালেন কক্সবাজার জেলা কারাগার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা কারাগারের তত্ববধানে জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কারাবন্দী মায়েদের সাথে থাকা শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন জেলা কারাগার। আজ (বুধবার) সকালে কক্সবাজার জেলা প্রশাসক,  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুহম্মদ শাহীন ইমরান এইসব ঈদ বস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান, জেলার শওকত হোসেন মিয়া, ডেপুটি জেলার মো. আব্দুস সোবহান প্রমুখ।
জেল সুপার মো. শাহ আলম খান জানান, জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় কারাবন্দী মায়েদের সাথে থাকা ৩১ শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেয়া হয়। ওই শিশুরা নতুন কাপড় পেয়ে মহাখুশি।
গতকাল জামিনেমুক্ত কয়েকজন জানান, শুধু ঈদের আগের শিশুদের নতুর কাপড় নয়, পুরো রমজানজুড়েই জেল সুপারের তত্ববধানে উন্নতমানের ইফতারি, সেহেরি সরবরাহ করা হয়েছে বন্ধীদের মাঝে। ঈদের দিনেও বন্ধীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহের প্রস্তুতি চলছে বলে জানান জেল সুপার মো. শাহ আলম খান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।