২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন   ●  এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

কামারুজ্জামানের দাফন শেরপুরে নয়!

106085_1

শেরপুরে হচ্ছে না যুদ্ধাপরাধী কামারুজ্জামানের দাফন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ নিজ জেলায় দাফন না করার এই বাস্তবতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে বলছে, শেরপুরে কামারুজ্জামানের লাশ না দাফনের নির্দেশ চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে দফায় দফায় স্মারক লিপি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

তাদের আবেদনের প্রেক্ষিতে শেরপুরে কামারুজ্জামানের লাশ না দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ সম্বলিত চিঠি বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সেই নির্দেশ আইজিপি পাঠাবেন জেল‍া পুলিশ সুপারের কাছে।

‌এছাড়া শেরপুরের জেলা প্রশাসকের কাছেও অনুরূপ একটি নির্দেশ যাওয়ার কথা।

তবে সন্ধ্যা পৌনে সাতটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এমন কোনো নির্দেশ পান নি বলে জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার।

এদিকে শেরপুরে না হলে বিকল্প হিসেবে কোথায় কামারুজ্জামানকে দাফন করা হতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকেই কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।