২০ নভেম্বর, ২০২৫ | ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কাঞ্জরপাড়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টাকে বাধা দেওয়ায় মারধরের শিকার, আহত-২

জাহাঙ্গীর আলম,টেকনাফঃ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন কাঞ্জর পাড়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টাকে প্রকৃত মালিকরা বাধা দিলে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয় দুইজন।

১৮ আগষ্ট রবিবার সকাল ১১ টায় হোয়াইক্যং ইউনিয়ন কাঞ্জর পাড়ায় শামশুল আলম (৪৫)গং ও তার ভাই খলিল আহমদ (৬০)তাদের নেতৃত্বে জমির প্রকৃত মালিক নুরুল ইসলামের পুত্র রফিক উদ্দিন(১৬), আয়ছ উদ্দিন (১৮)কে দা, কিরিচি ও লাটি দিয়ে মারধর করে গুরুতর আহত করে।

ঘটনার একপর্যায়ে আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেই।পুলিশ ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরির্দশন করেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, কাঞ্জরপাড়ার বাসিন্দা শাসশুল আলম গং এর নেতৃত্বে গিয়াস উদ্দিন(২১), জসিম উদ্দিন(১৮), কামাল উদ্দিন(২৫) এরা দা, কিরিচি ও লাঠি নিয়ে জমিতে এসে নুরুল ইসলাম সহ তার পুত্রদের উপর হামলা চালায়।

জমির মালিক ও আহত ব্যক্তিরা জানান, আমাদের জমিন প্রতিপক্ষ শামশুল আলম (৪৫)গং ও তার ভাই খলিল আহমদ(৬০) লোকজন নিয়ে এসে বার বার জমিন টা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলে আমাদের বিভিন্ন রকমের হুমকি দমকি দিয়ে তাকে।এবিষয় অনেকবার স্থানীয় পর্যায়ে বিচার শালীশ হলে তারা এসবের কর্ণপাত না করে বার বার জোরপূর্বক দখলের চেষ্টা অব্যহত রাখে।তারেই ধারাবাহিকথায় আজ আমাদের উপর হামলা চালায়।আমি এই হামলার ন্যায় বিচার চাই।

আরও জানা যায়, হামলার শিকার পরিবারে পক্ষ থেকে ঘটনার বিষয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।