২০ নভেম্বর, ২০২৫ | ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

‘কলমের মেধা দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্বকে জয় করতে হবে’ – ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন- ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা  নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার” তিনি আরও বলেছিলেন, “বিশ্ব দুইভাগে বিভক্ত, একদিন শোষক আরেক দিকে শোষিত, আমি শোষিতের পক্ষে”। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাবার পথ ধরে হাঁটছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫আগস্ট) সন্ধ্যায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও গণভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান বলেন- কক্সবাজারে অতিতে এসব উন্নয়ন হয়নি। বিএনপির আমলে একজন যোগাযোগ মন্ত্রীও ছিলো। কিন্ত দেশরত্ন শেখ হাসিনার সরকারই কক্সবাজারে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। এসব উন্নয়ন কর্মকান্ড ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে।
নবগঠিত জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তানভীর রহমান সৌরভ এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শাম্সউদ্দীন আহমেদ প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণভোজে মিলিত হয় দুই সহস্রাধিক নেতাকর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।