১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

কচ্ছপিয়ার তুলাতলীতে কর্মসৃজন প্রকল্পের গতি বেড়েছে

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলীতে হতদরিদ্রদের মাধ্যমে কর্মসৃজন কর্মসূচীর মাধ্যমে সড়ক উন্নয়ন কাজ এগিয়ে চলছে। সরকারের ৪০ দিনের কর্মসৃজন এ কর্মসূচীর কারনে এলাকার উন্নয়নের পাশাপাশি দারিদ্রতা ও বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করেন এলাকাবাসী। গতকাল শনিবার থেকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী আশ্রয়ন প্রকল্প সড়কে কাজের বিনিময়ে কর্মসূচীতে ৭০জন শ্রমিক অংশ নিচ্ছে। সরেজমিনে দেখা যায়, তুলাতলী আশ্রয়নকেন্দ্র সড়কে নারী-পুরুষ শ্রমিক সড়ক উন্নয়নের কাজ করছেন। দুপুরে এ কাজ পরিদর্শন করেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নজির হোসেন, ৫নং ইউপি সদস্য আবু আইয়ুব আনসারী, সাবেক ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
স্থানীয় বাসিন্দা শামসুল হক, মো: আমিন, নুরুল কবির জানান, এ সড়কটি সম্পন্ন হলে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো প্রসারিত হবে। তবে এ সড়কটি সহসায় ব্রিক সলিং কাজ সম্পন্ন করা গেলে আগামী বর্ষা মৌসুমে যাতায়াত ব্যবস্থা সহজ হবে বলে তারা মনে করেন।
সরেজমিন পরিদর্শনে স্থানীয় ৫নং ওয়ার্ড সদস্য আবু আইয়ুব আনসারী জানান, বেকার জনগোষ্ঠীর কাজের মাধ্যমে দরিদ্রতা হ্রাস পাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এ সড়কটি ব্রিক সলিং করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী বলেন- কর্মসৃজন এ কর্মসূচীর মাধ্যমে এলাকার উন্নয়ন তরান্বিত হচ্ছে। বর্তমানে এ কর্মসূচীটি কচ্ছপিয়া, তুলাতলী ও হাজিরপাড়ায় মোট ২শত বেকার নারী-পুরুষ কাজ করছেন। এলাকার সর্বস্থরের মানুষের সহযোগিতা ও রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমলের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে তুলাতলী সড়কটি ব্রিক সলিং করা হবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।