২০ নভেম্বর, ২০২৫ | ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কক্সবাজার থেকে হাতিয়ায় যাচ্ছে রোহিঙ্গা শিবির

rohingya_thereport24.com

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা (মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়) শরণার্থীদের শিবির কক্সবাজার থেকে সরিয়ে হাতিয়া দ্বীপে নেওয়া হচ্ছে। কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

রোহিঙ্গা শরণার্থী বিষয়ক প্রধান অমিত কুমার বাবুলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার এ খবর দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রোহিঙ্গা শরণার্থী শিবির সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এএফপিকে বাবুল বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী শিবির অবশ্যই সরিয়ে নেওয়া হবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনানুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ কক্সবাজারে পর্যটকদের উদ্বেগ দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে এক রোহিঙ্গা নেতা মোহাম্মাদ ইসলাম এএফপিকে বলেন, এমনিতেই বছরের পর বছর তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের এ ধরণের সিদ্ধান্তে তাদের দুঃখ-কষ্ট আরও বাড়বে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে বলব, এখান (কক্সবাজার) থেকেই যেন আমাদের সমস্যার সমাধান করা হয়।’

বাংলাদেশে এখন ৩২ হাজার নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। কক্সবাজারের মিয়ানমার সীমান্তে দুটি ক্যাম্পে তারা অবস্থান করছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিবাসী সংকট নিয়ে শেখ হাসিনার এক মন্তব্যের পরই এ ধরণের খবর বের হলো। বাংলাদেশের অভিবাসীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তারা মানসিকভাবে অসুস্থ।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।