৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

কক্সবাজার জেলার ফিতরা ৬০ টাকা

download
কক্সবাজার জেলার ১৪৩৬ হিজরী সনের ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় বায়তুর রহমান জামে মসজিদে কক্সবাজার ইমাম পরিষদের ফিতরা নির্ধারণ কমিটির এক জরুরী সভা ইমাম পরিষদ ও ফিতরা নির্ধারণ কমিটি সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে গম বা আটা, খেজুর, কিসমিস ইত্যাদী পণ্যগুলোর যে কোন একটির মাধম্যে ফিতরা প্রদান করা যায়। গম বা আটার মাধম্যে প্রদান করলে ১কেজি ৬৬২ গ্রাম বা এর বাজার মূল্য ৫৮.১৭ টাকা প্রদান করতে হবে। তবে দেওয়ার সুবিধার্থে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুরের মাধম্যে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০ টাকা প্রদান করতে হবে। কিসমিসের মাধম্যে প্রদান করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১০৯০ টাকা প্রদান করতে হবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থানুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল আমীন, বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল মোস্তফা, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী, বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ কারী আতাউল্লাহ, ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওঃ অলিউল্লাহ, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাওঃ আতাউল করিম, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ নুরুল আবছার, বইল্যাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও ওসমান গণী ও মাওঃ মঞ্জুর এলাহী প্রমুখ।
#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।