
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার চেম্বার অফিস পরিদর্শন করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুবিভাগের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা। রোববার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব বাজারঘাটা আবু সেন্টারস্থ কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অফিস পরিদর্শন করেন।
এ সময় চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরীসহ উপস্থিত পরিচালক ও সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
চেম্বার সদস্যদের সাথে মতবিনিময় কালে চেম্বার সভাপতি কক্সবাজার চেম্বারের চলমান কার্যক্রম, চেম্বার এর আগামী কর্মপরিকল্পনা, কক্সবাজার জেলার অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা এবং আগামী চেম্বার নির্বাচনের বিধি এবং তপশিল মোতাবেক পদক্ষেপ সমূহ উপস্থাপন করেন। মহা পরিচালক নির্বাচনকালে সম্ভব হলে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি প্রেরনের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ব্যবসায়িবৃন্দ তাদের বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

উপস্থিত নারী উদ্যোক্তাদের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় চেম্বার পরিচালক আবিদ আহসান সাগর চেম্বার এর প্রকাশনা সুনীল সম্পদ মহাপরিচালক এর হাতে তুলে দেন।
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক উদয় শংকর পাল মিঠু, এম রেজাউল করিম রেজা, সাধারণ পরিষদ সদস্য ফারহানা আলী, শাহরিন জাহান ইফতা, খাইরুল আনাম, নুরুল আক্তার, মোহাম্মদ আলী, আবু ফারহান, শেখ আশিকুজ্জমান ও বাণিজ্য মন্ত্রণালয় প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।