১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির পরিচিত সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) কক্সবাজার শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ ড. মোহাম্মদ সানা উল্লাহ।

ফোরামের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি ইমাম খাইর।

সাধারণ সম্পাদক এ. এম হোবাইব সজীবের সঞ্চালনায় এতে ফোরামের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এড. সাহাব উদ্দীন, এড. মিজানুর রাশেদ, এড. এমএ ইনসাফুর রহমান।

আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও আরটিভির কক্সবাজার প্রতিনিধি সম্পাদক সাইফুর রহিম শাহীন, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল।

উপস্থিত ছিলেন, দৈনিক সাগর দেশের সম্পাদক মোস্তফা সরওয়ার, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আপন কন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম, সাংবাদিক ইসলাম মাহমুদ।

ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সহ সভাপতি ওবাইদুল হক চৌধুরী আবু, আমান উল্লাহ কবির, আব্দুল মালেক সিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম নোবেল, নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, প্রচার সম্পাদক আল জাবের, সদস্য সাহাব উদ্দিন, শাহাদাত আলী জিন্নাহ, মোঃ কাইছার হামিদ, এরফান হোসেন, আজিজ সিকদার, শহিদুল ইসলাম কপিল বিন আমির, ইয়াছিন আরাফাত, মোস্তফা কামাল প্রমূখ।
এছাড়া কক্সবাজার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের কলমকে শানিত করতে হবে। পেশাগত কাজে সকল ধরণের বাধা ডিঙিয়ে যেতে হবে।

অনুষ্ঠান শেষে সংগঠন ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মিজবাহ উদ্দিন আরজু।

ফোরামের অন্যতম উপদেষ্টা, জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদের সুস্থতায় দোয়া করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।