৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

কক্সবাজারে ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

কক্সবাজার প্রতিনিধি:
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কক্সবাজারের ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম হল রুমে প্রতিটি বিহারের প্রতিনিধিদেরকে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়।
এবার কক্সবাজারের বিভিন্ন উপজেলার ৭৮ টি বৌদ্ধ বিহারে ৪০ লক্ষ টাকা বিতরণ করা হয় বলে সূত্রে জানা গেছে। তৎমধ্যে কক্সবাজার সদরে ১৫টি, উখিয়ায়-১৭টি, মহেশখালী-২টি, টেকনাফ-১৪টি, চকরিয়ায়- ৭টি, রামু- ২২টি, পেকুয়া-১টি বিহারে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
এ সময় তিনি বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ভালো ইমেজ নিয়ে সরকারের কাজে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। এ সময় তিনি কক্সবাজার তথা বাংলাদেশকে সকল ধর্মের মানুষের সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও ট্রাস্টের মাধ্যমে প্যাগোডা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার পাশাপাশি, সরকারি খরচে তীর্থ ভ্রমণসহ নেপালের লুম্বিনিতে ১শ কোটি টাকা ব্যায়ে বিহার নির্মাণের ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বৎসর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলেন, শান্তি, সম্প্রীতির এদেশ সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কখনো গুজব ছড়াবেন না। কোন গুজবে বিভ্রান্ত হবেন না।
বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ববিতা বড়ুয়া, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, বাংলাদেশ বৌদ্ধ সমিতির জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, আরকেকে কক্সবাজার বাবুল বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুবনেতা স্বপন বড়ুয়া, মাষ্টার সুগত বড়ুয়া, মাষ্টার মং, সাংবাদিক পলাশ বড়ুয়া।
সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, উখিয়া-টেকনাফের সমন্বয়ক রুবেল বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।