৭ জানুয়ারি, ২০২৬ | ২৩ পৌষ, ১৪৩২ | ১৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

কক্সবাজারে মডেল হাইস্কুল দলে সেরা ১০ শিক্ষার্থী

i-jen-Utsab-06-05-15-300x180

প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গতকাল বুধবার দুপুরে কক্সবাজার মডেল হাইস্কুলে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় ৯৭ জন শিক্ষার্থী। এরমধ্যে সর্বোচ্চ নম্বার পাওয়া ১০ জন নিয়ে ‘ কক্সবাজার মডেল হাইস্কুল আই-জেন দল’ ঘোষণা করা হয়। ১০ সদস্যের এই দল জেলা পর্যায়ের ইন্টারনেট উৎসবে কক্সবাজার মডেল হাইস্কুলের প্রতিনিধিত্ব করবে।

আগামী ১০ মে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় এবং ১১ মে সাবরাং উচ্চবিদ্যালয়ে আই-জেন উৎসব করা হবে।
গতকাল দুপুর ১২টায় কক্সবাজার মডেল হাইস্কুল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস সেলিমা আলম। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সহকারি শিক্ষক মশিহুল ইসলাম। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী।
লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ শিক্ষার্থীরা হলো, মো. জুবাইর ( অষ্টম শ্রেণি), রওজাতুল জান্নাত (দশম), মারুফ উদ্দিন বাহাদুর ( নবম), আবিদ উদ্দিন চৌধুরী ( নবম), সাইফুল ইসলাম রাজন ( অষ্টম), আনসুল ইসলাম সিফাত ( নবম), হুমায়ুন কবির ( অষ্টম), সাদীউল আরেফিন রাফি (নবম), ফাউরুজ আফলাহ নিহা (দশম) ও শাহরিয়া কাদের ইমন ( নবম)।
বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের অধ্যক্ষ মিসেস সেলিমা আলম, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও প্রথম আলোর আব্দুল কুদ্দুস রানা। এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে ইন্টারনেটের মুল উৎসব।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার মেহজাবীন অভি, জাহিদ নুর জিতু, সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, আনাস বিন আবসার, সোবাহ সিনথিয়া, নাজিয়া রাহা, তাসলিম জাহান মিম, ফাহিম কুদ্দুস প্রিয়, মেহেদী হাসান রুশ্নি প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।