১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কক্সবাজারে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Bd Protidin-cox (4)
‘বাংলাদেশ প্রতিদিন’র ৬ বছরে পদার্পন উপলক্ষে কক্সবাজারে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার সকাল ১১ টায় কক্সবাজার প্রেস ক্লাবে দেশের শীর্ষস্থানীয় এ পত্রিকাটির শুভ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
পত্রিকাটির কক্সবাজার প্রতিনিধি সাইয়েদ জালাল উদ্দিনের পরিচালনায় এতে তিনি বলেন, অল্প সময়ে একটি জাতীয় দেশের শীর্ষস্থান দখল করা সহজ নয়। বস্তুনিষ্টতা ও সংবাদকর্মীদের অনুসন্ধানী প্রতিবেদন পত্রিকাটির এ অবস্থান। এ সময় তিনি পত্রিকার আগামীর দিনগুলোর শুভ কামণা করেন।
কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক জিএমএম আশেক উল্লাহ, কালের কণ্ঠের কক্সবাজার অফিস প্রধান তোফায়েল আহমদ, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি ও নিউএজ এর জেলা প্রতিনিধি মুহম্মদ নুরুল ইসলাম ও দি ডেইলি সান’র কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সমুদ্র কণ্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ, কক্সবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি ও বাংলা ভিশন কক্সবাজার প্রতিনিধি এম. আর খোকন, আরটিভি কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, রোটারী ক্লাব অব কক্সবাজার সৈকতের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, বিজয় টিভি কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস)’র সভাপতি আজাদ মনসুর, দৈনিক দৈনন্দিন’র মফস্বল সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, পরিবেশ কর্মী মাসউদ-উর রহমান মাসুদ, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসাইন, সাংবাদিক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক কেক কেটে পত্রিকার আগামী দিনগুলোর শুভ কামণা করেন। এ সময় অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।