১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। শনিবার (৯ ডিসেম্বর) সকালে শহীদ দৌলত ময়দানে জাতীয় সংগীতের মাধ্যমে উত্তোলন করা হয় জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা।

এসময় বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এরপর কক্সবাজার পৌরসভার সম্মুখে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন। এতে এনজিও, সামাজিক সংগঠন, বিএনসিসি, রোভার স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কক্সবাজার এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘আইন প্রণয়ন করে দুর্নীতি দমন সম্ভব না। দুর্নীতি প্রতিরোধে মানুষকে নৈতিক জীবন-যাপনে উদ্বুদ্ধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি-পর্যায়ে কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা খুব দরকার। আমাদের নিজেদের কর্মের জন্য নিজেদের জবাবদিহি করতে হবে। তবে এ জন্য বিদ্যমান আইনকানুন, নিয়মনীতির সঙ্গে দুর্নীতি দমনকে একটি আন্দোলন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।’

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।

দুর্নীতি দমন কমিশন কক্সবাজারের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুল, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।

সভায় বক্তারা বলেন, ‘পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের দুর্নীতির বিরুদ্ধে চেতনা তৈরি করতে হবে। এ জন্য এগিয়ে আসতে হবে অভিভাবকদের। একসময় দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন, কিন্তু বর্তমান সরকারের নানা উদ্যোগে সেই কালিমা ধুয়ে মুছে গেছে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন কক্সবাজারের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ চন্দ্র পাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।