২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজারে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ শুরু

নিজস্ব প্রতিবেদক:
পর্দা উঠলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দীর্ঘ ৫ বছর পর এ আসর শুরু হয়। এবার লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যুব একাদশ রামু বনাম চকরিয়া ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। যার ফলে গোল শূন্য ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
এর আগে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এমডি আবু হেনা প্রমুখ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এই আসরটি অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছেন। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী।
বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে দেশের বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে গ্রুপটি। আমরা চাই খেলাধুলায় এগিয়ে যাক বাংলাদেশ। প্রত্যেক জেলায় আয়েজিত জেলা ফুটবল লিগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সদস্য খালেদ আজম বিপ্লব, ওয়াহিদ মুরাদ সুমন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী প্রমুখ।
২০১৬-১৭ সালের পর চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।
আজ (শনিবার) খেলা :
চকরিয়া শেখ জামাল বনাম টেকনাফ খেলোয়াড় সমিতি।
দুপুর ২ টা।
ভেন্যু : কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।