১ নভেম্বর, ২০২৫ | ১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কক্সবাজারে গ্রাজুয়েট সোসাইটির কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি:

কলাতলী গ্রাজুয়েট সোসাইটির অভিষেক ও মিলন মেলা হোটেল ডি-ওশানিয়া’র হল রুমে   অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর গ্রাজুয়েট এম.এ মনজুরের সভাপতিত্বে ও গ্রাজুয়েট মাষ্টার সৈয়দ নূরের সঞ্চালনায় এই অনুষ্ঠিত সভায় গ্রাজুয়েট মোহাম্মদ আশিক উল্লাহ’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনা। এতে অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বস্তুবায়নসহ সংশ্লিষ্ঠ সকল বিষয়ে আলোচনা করা হয়। পরে সিনিয়র গ্রাজুয়েটদের পরামর্শে একটি উপদেষ্টা পরিষদ, একটি আহবায়ক কমিটি ও একটি নীতিমালা প্রনয়ন কমিটি গঠন করা হয়। নীতিমালা প্রনয়ণ কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নীতিমালা তৈরি করে উপদেষ্টা কমিটিকে হস্তান্তর করবেন যা যাচাই-বাছাই ও গৃহিত হওয়া সাপেক্ষে নীতিমালার আলোকে আহবায়ক কমিটি সোসাইটিকে সার্বিকভাবে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন বলে অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-জাকের উল্লাহ, মোহাম্মদ মুফিজুর রহমান, এড. মমতাজ উদ্দীন, ইসহাক নোমান, মোজাম্মেল হক, তৈয়বুর রহমান মামুন, মৌলানা সালামত উল্লাহ, এম বি এ হেলালী, মাশুকারা নাছরিন, মোহাম্মদ রফিকুল্লাহ মুকুল, নাছির উদ্দিন, ড. হাসমত আলী, মোস্তাক আহমদ, এম.এ মনজুর, অধ্যাপক জাকের হোসেন, মোহাম্মদ কামাল উদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাছরিন হুমাইরা। আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক এড. রফিকুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক মাস্টার সৈয়দ নূর, ইয়াছিন মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ উমর ফারুক, সদস্য সচিব  আব্দুস সাত্তার, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাইম, অর্থ সচিব মোহাম্মদ আশিক উল্লাহ, সদস্য যথাক্রমে-মোহাম্মদ ইউসুফ আলি, তোফাজ্জল হোসেন আরফাত, মাহমুদা খাতুন, আনিসুল ইসলাম মাহমুদ।  নীতিমালা/গঠনতন্ত্র প্রনয়ন উপ কমিটির সদস্যরা হলেন-মোহাম্মদ রফিকুল্লাহ মুকুল, রেজাউল করিম, কাজী বেলাল হোসন, মাস্টার সৈয়দ নূর, ইয়াছিন মোহাম্মদ আব্দুল্লাহ, এড.রফিকুল ইসলাম মানিক (আহবায়ক) ও আব্দুস সাত্তার (সদস্য সচিব)। অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটবৃন্দ ফটোসেশন ও নৈশভোজে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।